রবিবার, ২২ মে ২০২২, ০৮:০৩ পূর্বাহ্ন
কুৃষ্টিয়া অফিস: দেশের বৃহৎ সেচ্ছাসেবী সামাজিক সংগঠন মনির খান সংঘে’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (22এপ্রিল) সন্ধ্যায় জেলার মদর উপজেলার একটি মসজিদে এতিম ও স্থানীয় তিনশত মুসল্লিদের নিয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মনির খান সংঘের কুষ্টিয়া জেলা সভাপতি মোঃ ইকরামূল হাসানের(হাসান মীর) সার্বিক তত্বাবধানে এই সামাজিক সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় কুষ্টিয়া জেলা শাখা মনির খান সংঘের সদস্য,আব্দুল মোমেন, ইমন, আশিকুর রহমা, রুবেল, সোহানুর, অনিক, গাফফার,রাকিবুল, সোহাগ আলী, শাওন, পারভেজ, সজীব ও হাবীবসহ অন্যান্য সহস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সেসময় দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য- জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খানের অনুমদিত সেচ্ছাসেবী সংগঠন মনির খান সংঘ ২০১৮ সাল থেকে সারা দেশে নানা সামাজিক কাজ করে বেশ আলোচনায় রয়েছে।
Leave a Reply