রবিবার, ২২ মে ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন
বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সনাতন বিদ্যার্থী সংসদের প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষার্থী দীপা রায় এবং সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিমন শর্মা।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গ্যালারি রুমে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন কম্পিউটার ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের উপ পরিদর্শক স্বপন কুমার রায়, উপ প্রকৌশলি কমলেশ চন্দ্র সরকার , রংপুর মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান পরিষদের সভাপতি সুব্রত কুমার মুকুল, পন্ডিত স্বপন কুমার রংপুর জেলার সম্পাদক।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি দিপক চন্দ্র রায়, রবীন্দ্রনাথ বর্মণ, প্রীতম রায়, হরিপ্রিয়া রানী, কমলাঞ্জন কেষ্টা, যুগ্ন সম্পাদক পাপ্পু তালুকদার, চন্দন রায়, সুব্রজিত রায়, ধ্রুব চন্দ্র রায়, অনামিকা চক্রবর্তী, মমতা রানী, বিপ্লবী রায়, সাংগঠনিক সম্পাদক, আহির বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র বর্মণ, কুমার বিশ্বজিৎ, ঐশ্বর্য বিশ্বাস, পরিতোষ দেবনাথ প্রমুখ।
নতুন কমিটির সাধারণ সম্পাদক দীপা রায় বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থীদের সার্বিক সহযোগিতা দিয়ে সনাতনী ঐতিহ্য ও সংস্কৃতি শুদ্ধ প্রয়োগের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য নতুন কমিটি সর্বাত্বক কাজ করে যাবে।
Leave a Reply