বুধবার, ১৮ মে ২০২২, ১২:২৩ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে সাদিয়া আক্তার ইতি (২৭) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মেহেদী হাসানকে (২৫) আটক করেছে পুলিশ।
রোববার (১৩ মার্চ) কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেড় মাস ধরে সাদিয়া ও মেহেদী কদমতলীতে একটি বাসায় একই রুমে ভাড়া থাকতেন। খবর পেয়ে রোববার বিকেলে কদমতলী থানা-পুলিশ সাদিয়ার মরদেহ উদ্ধার করে।
‘সাদিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে কি না এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রেমিক মেহেদী হাসানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
যুবতীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
Leave a Reply