বুধবার, ১৮ মে ২০২২, ১২:০৮ পূর্বাহ্ন
বরগুনায় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (৯ মার্চ) রাতে বরগুনা পৌর শহরের সাহা পট্টির সিদ্দিক স্মৃতি মঞ্চের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক হওয়া ওই নারী মাদক কারবারি রেহেনা বেগম (৩৩) সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের মোস্তফা হাওলাদারের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহাপট্টি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় ওই নারীকে সন্দেহ জনক মনে হলে তাকে তল্লাশি করা হয়৷ এ সময় তার সাথে থাকা একটি ব্যাগের ভেতর থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আবিদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। রেহেনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।
Leave a Reply