মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১১:৩৩ অপরাহ্ন
এবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) জন্য বেশ তারকাখচিত দল গড়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের অধিকাংশ তারকা খেলোয়াড়দের দলে টেনেছে সাদাকালো শিবির। দলে আছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদরা।
জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব ও বর্তমান টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ থাকলেও মোহামেডানের অধিনায়কের দায়িত্ব সামলাবেন মুশফিকুর রহিম। আজ (রোববার) রাজধানীর একটি হোটেলে দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ মার্চ শুরু হবে এবারের ডিপিএল। প্রায় দেড় মাস চলবে ঘরোয়া ক্রিকেটের এ জমজমাটপূর্ণ আয়োজন। তবে সে সময় জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর থাকায় একাধিক ক্রিকেটারকে পূর্ণ মেয়াদে পাবে না মোহামেডান। তখন দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী।
সোমবার জার্সি উন্মোচন অনুষ্ঠানে দলটির হেড কোচ সারওয়ার ইমরানসহ অধিকাংশ ক্রিকেটার উপস্থিত ছিলেন।
Leave a Reply