বুধবার, ১৮ মে ২০২২, ১২:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক – যুগের বেশি পার হয়েছে প্রায় পঁয়তাল্লিশ বছরের রাজনৈতিক দল বিএনপি’র ক্ষমতায় না থাকা সময়। লম্বা সময়ে সর্বস্তরেই ভেঙে পড়েছে দলটির রাজনৈতিক কার্যক্রম। দলটির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবির কর্মসূচী বাস্তবায়ন নিয়েও অস্বস্তিতে রয়েছে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এমন দুঃসময়ে যারা মূল ধারার বিএনপি’র সাংগঠনিক নেতৃত্বে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশীদার তারাই মূলত গুরুত্ব পাচ্ছে শীর্ষ নেতাদের কাছে। এমন মন্তব্য জেলার বিভিন্ন পর্যায়ের নেতাদের। ১৬ বছর ক্ষমতায় না থাকা দলে ১১ বছরের বেশি সময় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক দায়িত্বে থাকা এক তরুনের গল্পই আজ খবরের পাতায়। কুষ্টিয়ার দৌলতপুরের তরুণ মাসুদুজ্জদমান রুবেল নতুন করে আলোচনায় এসেছে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘিরে। ২০১১ সালে উপজেলা ছাত্রদলের সবশেষ সম্মেলনে প্রচার সম্পাদক পদের মধ্যদিয়ে দৌলতপুরে বিএনপির ঐতিহ্যবাহী রাজনীতিতে স্বরব শুরু হয় রুবেলের। এর আগে দৌলতপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃত্বও দিয়েছে এই তরুণ। স্রোতের বিপরীতের রাজনীতিতে দীর্ঘ সময় নিজেকে সক্রিয় এবং সাংগঠনিক রেখে কাজ করার উদাহরণ সৃষ্টি করা এই তরুণের বিরুদ্ধে সরকার বিরোধী ও নাশকতার এপর্যন্ত ৭টি অভিযোগ উঠলেও ইতোমধ্যেই পাঁচটিই সত্য নয় বলে প্রমাণিত হয়েছে আদালতে। গলায় ঝুলে আছে আরও দুটি মামলার দায়। চলমান রাজনীতিতে পারস্পরিক সম্মানবোধ ও পারিপার্শ্বিক সমিহের শুনামও রয়েছে তার বিভিন্ন মহলে। অসাম্প্রদায়িক বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতিতে শান্তিপূর্ণ এলাকা প্রত্যাশী মাসুদুজ্জামান রুবেল বলেন, যেহেতু পার্শ্ববর্তী মেহেরপুর জেলার চেয়েও আমাদের দৌলতপুর উপজেলা আয়তনে বড়, এবং এর বুক চিরে নদী, ভৌগলিক অবস্থানও কিছুটা আলাদা, সেহেতু পুরো উপজেলায় রাজনৈতিক সঙ্গীদের সঠিক নির্দেশনায় রাখা, সাংগঠনিক কার্যক্রম আইনের মধ্যে থেকে বাস্তবায়ন করা আমাদের জন্যেও অতটা সহজ নয়। তার ওপর দীর্ঘ সময় ক্ষমতাসীন দলের স্বাদ না থাকায় কোনোকোনো ক্ষেত্রে সঙ্গীদের উৎসাহেরও অভাব আছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদ প্রত্যাশী রুবেলের প্রসঙ্গে উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল, অন্যান্য সহযোগী সংগঠন ও ছাত্রদলের সাবেক স্থানীয় নেতারা মন্তব্য জানান, দলীয় রাজনৈতিক ও সামাজিক সকল কর্মকাণ্ডে মাসুদুজ্জামান রুবেল বিতর্কহীন ভাবে সক্রিয়। মেধাবী এই শিক্ষার্থীর ছাত্র রাজনৈতিক জীবনের কল্যাণও কামনা করেন তারা। দৌলতপুর উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত এবং গতিশীল রাখতে মাসুদুজ্জামান রুবেল অবিকল্প বলেও মন্তব্য জানান উপজেলা ছাত্রদলের বর্তমান নেতাকর্মী ও সংগঠকেরা। অন্যান্য সাংগঠনিক কাজের পাশাপাশি বেগম জিয়ার মুক্তির দাবিতে ইতোমধ্যেই এই তরুণের নেতৃত্বে বাস্তবায়ন হয়েছে বিভিন্ন কর্মসূচি।
Leave a Reply