রবিবার, ২২ মে ২০২২, ০৬:৫৩ পূর্বাহ্ন
কক্সবাজার থেকে সায়েফ!
মহেশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার এক ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২৫ (জানুয়ারি) সোমবার মহেশখালী থানার এএসআই(নিঃ)মোঃ জাহিদ হোসেন, এসআই (নিঃ) নুরুন্নবী টিপুর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালিয়ে শামসুল আলম (৩০) নামের এই পলাতক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী শামসুল আলম (৩০) হলেন, উপজোলার কুতুবজোম ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের একে, ফজলুল হকের পুত্র।
থানা সুত্রে জানা যায়, জি আর-৬২/০৫,এসটি-১৬২/০৬, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, স্বারক নং-৬৪,তাং-৩০/০৪/২০১২ (সাজাঁ) এর ১০ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০০/-টাকা অর্থদন্ড অনাধায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত এবং জিআর-৬১/০৫, ধারা- ১৭৮৭ সনের অস্ত্র আইনের ১৯ (ক) এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মোঃ শামসুল আলম।সে বিগত ১০ বছর ধরে পলাতক ছিল।
গ্রেফতারের বিষয়টি সততা নিশ্চিত করে মহেশখালী থানা ওসি (তদন্ত) মোহাম্মদ আশিক ইকবাল জানান, সাজাপ্রাপ্ত আসামী শামসুল আলম কে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মহেশখালী থানা একলাকায় পরোয়ানা ভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে এভাবে অপারাধীদের গ্রেফতার করা হলে মহেশখালীতে ভেঙ্গে পড়া আইনশৃঙ্খলার দ্রুত
উন্নতি হবে বলে মনে করেন সচেতন মহল।
Leave a Reply